BDRS RESEARCH LEARNING PROGRAM 2024

“শিক্ষার্থীদের গবেষণা শেখার পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কর্মসূচি ২০২৪”

 

প্রিয় গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা,
শুভেচ্ছা গ্রহণ করুন।

আপনাদের জন্য বাংলাদেশ গবেষণা সংসদ আয়োজন করতে যাচ্ছে ০৫ মাসব্যাপী গবেষণা শেখার একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কর্মসূচি৷ এটি কেবল একটি প্রশিক্ষণ কোর্সই নয়, একই সাথে একটি মেন্টরশিপ প্রোগ্রাম। যেখানে একজন শিক্ষার্থীকে গবেষক হয়ে উঠতে গাইড করা হবে।

 

পূর্ণাঙ্গ কোর্সের মেয়াদ: ০৫ মাস
মোট ক্লাসের সংখ্যা: ৩৪টি
এসাইনমেন্ট: ১০টি

BDRS RESEARCH LEARNING PROGRAM 2024

-এই প্রোগ্রামের অধীনে কী কী থাকবে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা-

(০১) একেবারে বেসিক থেকে গবেষণা শুরু করার প্রস্তুতি, গবেষণায় হাতেখড়ি, প্রাথমিক ধারণা, বিষয় নির্বাচন, প্রস্তাবনা লিখন, সাহিত্য পর্যালোচনা, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও গবেষণার বিভিন্ন পদ্ধতি, গবেষণার বিভিন্ন নিয়মকানুন ও প্লেজিয়ারিজম সংক্রান্ত নীতিসমূহ শেখাসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ।

(০২) মনোগ্রাফ, থিসিস, কনফারেন্স পেপার লেখা এবং তা উপস্থাপনার কৌশল, গবেষণাপত্র লেখা এবং তা জার্নালে প্রকাশের খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ।

(০৩) গবেষণাকাজে তথ্য-উপাত্ত বিশ্লেষণের বিভিন্ন সফটওয়্যার যেমন: SPSS, R-Program ইত্যাদির ওপরে প্রাথমিক প্রশিক্ষণ।

(০৪) নিয়মিত ও দক্ষ গবেষকদের জন্য একই সাথে রয়েছে অথরশিপ, এসিস্টেন্টশিপ, রিসার্চ ইন্টার্নশিপ ও রিসার্চ জবের প্রস্তুতি ও সুযোগ।

(০৫) এমফিল/পিএইচডি এবং স্কলারশিপ সংক্রান্ত খুঁটিনাটি ধারণা সহ একজন দক্ষ গবেষক হয়ে ওঠার পাশাপাশি কিভাবে গবেষণায় ক্যারিয়ার গড়ে তোলা যায় এসব বিষয়ে প্রশিক্ষণ।

(০৬) কোর্স শেষে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক রিসার্চ কনফারেন্স/রিসার্চ সামিটে নিজস্ব গবেষণাপত্র/ধারণাপত্র/পোস্টার উপস্থাপন করার সুযোগ।

(০৭) গবেষণা সংসদের বার্ষিক ‘ইন্টারন্যাশনাল রিসার্চ ট্যুরে’ অংশগ্রহণের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রাপ্তির সুযোগ।

(০৮) গবেষণা সংসদ কর্তৃক প্রকাশিত গবেষণা বই তথা রিসার্চ জার্নালে নিজের একক অধ্যায়/আর্টিকেল প্রকাশের সুযোগ।

(০৯) কোর্স সম্পন্নকারী দক্ষ গবেষকদের নিয়ে আলাদা গবেষণাপত্র লিখন ও প্রকাশের পাশাপাশি গবেষণা সংক্রান্ত বই প্রকাশের ব্যবস্থা।

-কারা ক্লাস নেবেন/প্রশিক্ষক/মেন্টর/সুপারভাইজার হিসেবে থাকবেন?

এই কর্মসূচীতে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য থাকছে দেশ-বিদেশের অভিজ্ঞ ও স্বনামধন্য গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্তি ও গবেষণা সহকারী হওয়ার সুযোগ।

-কারা এই কোর্সটি করতে পারবেন?

গবেষণায় আগ্রহী যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য এই কোর্সটি উন্মুক্ত।
( এছাড়াও দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সদস্যদের জন্য থাকছে সর্বোচ্চ ছাড়ে নামমাত্র মূল্য বিশেষ রেজিস্ট্রেশন ফি)।

-রেজিস্ট্রেশন সময়সীমা: ৩১ জানুয়ারি, ২০২৪ (রাত ১২টা পর্যন্ত)

-রেজিস্ট্রেশন ফি:

-দেশের সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ ও কলেজের গবেষণা ক্লাবের সদস্যদের জন্য ফি: ৯০০ টাকা (এককালীন)

-গবেষণা সংসদের সদস্য ব্যতীত অন্যান্য শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য ফি: ১৯০০ টাকা।

>>রেজিস্ট্রেশন ফি প্রদান করুন নিচের বিকাশ ও নগদ নাম্বারে-
01917558417 (Bkash & Nagad)
01732980123 (Personal Bkash)

-রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/F3CjF6iDFsYtsDuQ8

(বি: দ্র: আসন সংখ্যা সীমিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন করা যাবে। অবশ্যই রেজিস্ট্রেশন ফি প্রদান করে রেজিস্ট্রেশন ফরম পুরন করতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না।)

আয়োজনে:
বাংলাদেশ গবেষণা সংসদ (বিডিআরএস)

সার্বিক সহযোগিতায়-
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ
এবং
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ

জরুরি যোগাযোগ:
bdresearchsociety@gmail.com