
`BDRS Research Learning and Paper Writing Program, Season-2′
(গবেষণার বিষয় নির্ধারণ থেকে শুরু করে গবেষণা পেপার লেখা পর্যন্ত বিস্তারিত প্রশিক্ষণ কর্মসূচি)
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ গবেষণা সংসদ দ্বিতীয়বারের মতো তাদের বহুল আকাঙ্ক্ষিত গবেষণা শেখা ও গবেষণাপত্র লেখা বিষয়ক প্রোগ্রাম ‘BDRS Research Learning and Paper Writing Program, Season-2 শুরু করতে যাচ্ছে। এটি শুধু একটি প্রশিক্ষণ প্রোগ্রামই নয়, বরং গবেষণা শিখতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ মেন্টরিং ও গবেষণাপত্র লেখার প্রস্তুতিমূলক একটি দীর্ঘ সময়ের আয়োজন। দেশ-বিদেশের ২০/২৫ জনের মতো অধ্যাপক, গবেষক, স্কলারের নেতৃত্বে এই প্রোগ্রাম পরিচালিত হয়। পাঁচ ব্যাপী এই গবেষণা প্রশিক্ষণ ও গবেষণাপত্র লেখার এই আয়োজনে আন্তরিক স্বাগত জানাচ্ছি!
##প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত:
পূর্ণাঙ্গ প্রোগ্রামের মেয়াদ: ০৫ মাস
মোট ক্লাসের সংখ্যা: ৩২টি,
অ্যাসাইনমেন্ট: প্রত্যেকটি সেশন শেষে কাজ থাকবে। প্রত্যেক অংশগ্রহণকারী ব্যক্তিগত অথবা দলীয়ভাবে অন্তত একটি গবেষণাপত্রে কাজ করে প্রকাশের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন);
ক্লাস শিডিউল: প্রতি শুক্র-শনিবার-সন্ধ্যার পর/রাতে ক্লাস হবে (বিশেষ প্রয়োজনে শিডিউল পরিবর্তন হতে পারে);
কোর্সের ধরন: অনলাইন (গুগল মিট/জুম)
রেজিস্ট্রেশন সময়সীমা: ২৫ জুন, ২০২৪
##বিশেষ যেসব বিষয় নিয়ে সুস্পষ্ট ধারণা পাবেন-
১। গবেষণার নৈতিকতা, কপিরাইট আইন এবং প্লেজিয়ারিজিম বিষয়ক সুস্পষ্ট ধারণা;
২। গবেষণার ক্ষেত্র ও বিষয় নির্ধারণ, লিটারেচার রিভিউ, প্রশ্নপত্র (Questionnaire) তৈরি ও রিসার্চ প্রপোজাল লেখার নিয়ম;
৩. মনোগ্রাফ ও থিসিস লেখার নিয়ম;
৪. এমফিল/পিএইচডি প্রস্তুতির ধারণা;
৫. কনফারেন্স পেপার লেখার ধারণা;
৬. রিপোর্ট লিখন পদ্ধতি;
৭. গবেষণাপত্র লেখা ও প্রকাশ বিষয়ে গাইডলাইন্স;
৮. SPSS/ R-প্রোগ্রাম;
৯. বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত প্রস্তুতিমূলক ধারণা;
##এই প্রোগ্রামে বিশেষ কী কী সুযোগ থাকছে?
এই কোর্সে যারা ধারাবাহিক থেকে নিজেকে দক্ষ করে তু্লতে পারবেন তাদের থেকে বাছাইকৃতদের সুযোগ দক্ষতা অনুযায়ী
*রিসার্চ ইন্টার্নশিপ;
*রিসার্চ জব প্রভৃতি বিষয়ে সহযোগিতা করা হবে;
##এছাড়াও অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে-
*সার্টিফিকেট;
*গুরুত্বপূর্ণ কোর্স ম্যাটেরিয়ালস;
*রেকর্ডকৃত ক্লাস;
*দেশ ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সমৃদ্ধ ক্লাস, ও সান্নিধ্য পাওয়ার সুযোগ;
*দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় প্রভৃতির সাথে প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের সুযোগ;
*এই প্রোগ্রামে যারা গবেষণাপত্র লিখবেন তাদেরকে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিডিআরএসের ন্যাশনাল কনফারেন্সে ফ্রি একসেস প্রদান করা হবে;
*বিডিআরএসের একটি আন্তর্জাতিক রিসার্চ ট্যুরে বিশেষ ছাড় প্রদান করা হবে;
##রেজিস্ট্রেশন ফি:
মাসব্যাপী পুরো প্রোগ্রামে নিম্নোক্ত ফি নির্ধারণ করা হয়েছে:
(৩) ১৭০০ (দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজে গবেষণা সংসদ /রিসার্চ সোসাইটির ও রিসার্চ ক্লাবের নিয়মিত সদস্যদের জন্য);
(২) ২৯০০ টাকা (দেশের সকল বিশ্ববিদ্যালয়/কলেজের সাধারণ শিক্ষার্থীদের জন্য);
(১) ৩৯০০ টাকা (যেকোনো প্রফেশনালদের জন্য, শিক্ষক/ অন্যান্য প্রফেশনালস);
##রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার:
01732980123 (Personal Bkash)
01917558417 (Personal Bkash & Nagad)
##রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/N5aM8xCmbtVTx2aX6
(আগে পেমেন্ট করে এরপর লিংকে দেয়া গুগল ফরমটি পূরণ করুন।)
ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/6y6kVuGumpAznj1K/?mibextid=9VsGKo
(এই প্রোগ্রামে অংশগ্রহণের আসন সংখ্যা সীমিত থাকবে)
ধন্যবাদান্তে,
বাংলাদেশ গবেষণা সংসদ,
সহযোগিতায়:
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ,
Dhaka University Research Society – DURS
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ
Barishal University Research Society
এবং
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ
Jahangirnagar University Research Society
জরুরি প্রয়োজনে ইনবক্স করুন:
Bangladesh Research Society-BDRS পেজে,
জরুরি প্রয়োজনে মেইল করুন: bdresearchsociety@gmail.com

